৪০তম বিসিএস প্রশ্ন সমাধান | 40 bcs Question Solution
![]() |
| bcs Question Solution pdf |
প্রশ্ন
১. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
ক) করচ
খ) হিজল
গ) ডুমুর
ঘ) গজারী
সঠিক
উত্তর: ঘ) গজারী
প্রশ্ন
২. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
ক) ১৯৭৪
খ) ১৯৮৮
গ) ১৯৯৮
ঘ) ২০০৭
সঠিক
উত্তর: গ) ১৯৯৮
প্রশ্ন
৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
ক) নয়াদিল্লি
খ) কলম্বো
গ) ঢাকা
ঘ) কাঠমাণ্ডু
সঠিক
উত্তর: ক) নয়াদিল্লি
প্রশ্ন
৪. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
ক) নির্মাণ খাত
খ) কৃষি খাত
গ) সেবা খাত
ঘ) শিল্প কারখানা খাত
সঠিক
উত্তর: খ) কৃষি খাত
প্রশ্ন
৫. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
ক) নদীজ বন্যা
খ) আকস্মিক বন্যা
গ) বৃষ্টিজনিত বন্যা
ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
সঠিক
উত্তর: ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
প্রশ্ন
৬. নিম্নের কোনটি পাললিক শিলা ?
ক) মার্বেল
খ) কয়লা
গ) গ্রানাইট
ঘ) নিস
সঠিক
উত্তর: খ) কয়লা
প্রশ্ন
৭. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র ?
ক) ১ : ১০,০০০
খ) ১ : ১০০,০০০
গ) ১ : ১০০০,০০০
ঘ) ১ : ২৫,০০০
সঠিক
উত্তর: ক) ১ : ১০,০০০
প্রশ্ন
৮. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
ক) আইসোথার্ম
খ) আইসোবার
গ) আইসোহাইট
ঘ) আইসোহেলাইন
সঠিক
উত্তর: গ) আইসোহাইট
প্রশ্ন
৯. নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
ক) বায়ু দূষণ
খ) দুর্ভিক্ষ
গ) মহামারী
ঘ) কালবৈশাখী
সঠিক
উত্তর: ঘ) কালবৈশাখী
প্রশ্ন
১০. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরণের বনভূমি?
ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা – চিরহরিৎ জাতীয়
খ) ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
গ) পত্র পতনশীল জাতীয়
ঘ) ম্যানগ্রোভ জাতীয়
সঠিক
উত্তর: ক) ক্রান্তীয় চিরহরিৎ
, আধা – চিরহরিৎ জাতীয়
প্রশ্ন
১১. ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP
(nominal) কত?
ক) $ ১,৭৫০ মার্কিন
ডলার
খ) $ ১,৭৫১ মার্কিন
ডলার
গ) $ ১,৭৫২ মার্কিন
ডলার
ঘ) $ ১,৭৫৩ মার্কিন
ডলার
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
১২. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
ক) অর্থনৈতিক
খ) মানবাধিকার
গ) ধর্মীয়
ঘ) খেলাধুলা
সঠিক
উত্তর: খ) মানবাধিকার
প্রশ্ন
১২. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
ক) অর্থনৈতিক
খ) মানবাধিকার
গ) ধর্মীয়
ঘ) খেলাধুলা
সঠিক
উত্তর: খ) মানবাধিকার
প্রশ্ন
১৪. বাংলাদেশ জাতিসংঘের –
ক) ১৪৬ তম সদস্য
খ) ১৩৬ তম সদস্য
গ) ১২৬ তম সদস্য
ঘ) ১১৬ তম সদস্য
সঠিক
উত্তর: খ) ১৩৬ তম
সদস্য
প্রশ্ন
১৫. বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় –
ক) ৭ ফেব্রুয়ারি , ১৯৭৩
খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
গ) ৭ মার্চ, ১৯৭৩
ঘ) ৭ এপ্রিল , ১৯৭৩
সঠিক
উত্তর: গ) ৭ মার্চ,
১৯৭৩
প্রশ্ন
১৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের
সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের
পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সোভিয়েত ইউনিয়ন
সঠিক
উত্তর: ঘ) সোভিয়েত ইউনিয়নপ্রশ্ন
১৭. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
ক) চতুর্থ তফসিলে
খ) পঞ্চম তফসিলে
গ) ষষ্ঠ তফসিলে
ঘ) সপ্তম তফসিলে
সঠিক উত্তর: খ) পঞ্চম তফসিলে
প্রশ্ন
১৮. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক) লর্ড কার্জন
খ) লর্ড ওয়াভেল
গ) লর্ড মাউন্ট ব্যাটেন
ঘ) লর্ড লিনলিথগো
সঠিক
উত্তর: ক) লর্ড কার্জন
প্রশ্ন
১৯. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ক) সিলেটের বনভূমি
খ) পার্বত্য চট্রগ্রামের বনভূমি
গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
সঠিক
উত্তর: গ) ভাওয়াল ও
মধুপুরের বনভূমি
প্রশ্ন
২০. বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
সঠিক
উত্তর: গ) ১৯৭৪ সালে
প্রশ্ন
২১. Inclusive
Development Index ( IDI) – এর
ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
ক) প্রথম স্থান
খ) দ্বিতীয় স্থান
গ) তৃতীয় স্থান
ঘ) চতুর্থ স্থান
সঠিক
উত্তর: খ) দ্বিতীয় স্থান
প্রশ্ন
২২. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
ক) $ ৪০ বিলিয়ন মার্কিন
ডলার
খ) $ ৪১ বিলিয়ন মার্কিন
ডলার
গ) $ ৪২ বিলিয়ন মার্কিন
ডলার
ঘ) $ ৪৩ মার্কিন ডলার
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
২৩. Alliance যে দেশে ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
ক) যুক্তরাজ্যের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
ঘ) ইউরোপিয়ান ইউনিয়নের
সঠিক
উত্তর: খ) যুক্তরাষ্ট্রের
প্রশ্ন
২৪. ২০১৮ সালে বাংলাদেশের GDP – তে শিল্প খাতের অবদান কত?
ক) ২৯.৬৬%
খ) ৩০.৬৬%
গ) ৩২.৬৬%
ঘ) ৩৩.৬৬%
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
২৫. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
ক) সাড়ে ৪ হাজার কোটি
টাকা
খ) সাড়ে ৫ হাজার কোটি
টাকা
গ) সাড়ে ৩ হাজার কোটি
টাকা
ঘ) সাড়ে ৬ হাজার কোটি
টাকা
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
২৬. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
ক) ১৯৯১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৯৬ সালে
সঠিক
উত্তর: ক) ১৯৯১ সালে
প্রশ্ন
২৭. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion
of constitution’ বলে
আখ্যায়িত করা হয়?
ক) ৫ম সংশোধনকে
খ) ৪ র্থ সংশোধনকে
গ) ৩ য় সংশোধনকে
ঘ) ২ য় সংশোধনকে
সঠিক
উত্তর: ক) ৫ম সংশোধনকে
প্রশ্ন
২৮. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) ষষ্ঠ
ঘ) সপ্তম
সঠিক
উত্তর: ঘ) সপ্তম
প্রশ্ন
২৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
ক) ১৭ এপ্রিল , ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ৭ মার্চ , ১৯৭২
ঘ) ২৬ মার্চ, ১৯৭৩
সঠিক
উত্তর: খ) ১৬ ডিসেম্বর,
১৯৭২
প্রশ্ন
৩০. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?
ক) ১৩৭ নং অনুচ্ছেদে
খ) ১৩৫ নং অনুচ্ছেদে
গ) ১৩৮ নং অনুচ্ছেদে
ঘ) ১৩৪ নং অনুচ্ছেদে
সঠিক
উত্তর: ক) ১৩৭ নং
অনুচ্ছেদে
প্রশ্ন
৩১. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিলো –
ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে
সঠিক
উত্তর: ক) ১৯৬৬ সালে
প্রশ্ন
৩২. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল –
ক) ৩৪ জন
খ) ৩৫ জন
গ) ৩৬ জন
ঘ) ৩২ জন
সঠিক
উত্তর: খ) ৩৫ জন
প্রশ্ন
৩৩. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
ক) ১৩ হাজার ১২৫
টি
খ) ১৩ হাজার ১৩০
টি
গ) ১৩ হাজার ১৩৬
টি
ঘ) ১৩ হাজার ১৪৬
টি
সঠিক
উত্তর: গ) ১৩ হাজার
১৩৬ টি
প্রশ্ন
৩৩. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
ক) ১৩ হাজার ১২৫
টি
খ) ১৩ হাজার ১৩০
টি
গ) ১৩ হাজার ১৩৬
টি
ঘ) ১৩ হাজার ১৪৬
টি
সঠিক
উত্তর: গ) ১৩ হাজার
১৩৬ টি
প্রশ্ন
৩৫. আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
ক) ১৪৯৮ – ১৫১৬ খ্রিস্টাব্দে
খ) ১৪৯৮ -১৫১৭ খ্রিস্টাব্দে
গ) ১৪৯৮ – ১৫১৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে
সঠিক
উত্তর: ঘ) ১৪৯৮ -১৫১৯
খ্রিস্টাব্দে
প্রশ্ন
৩৬. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্রগুপ্ত
ঘ) এর কোনোটিই নয়
সঠিক
উত্তর: ক) অশোক মৌর্য
প্রশ্ন
৩৭. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসছিলেন –
ক) পর্তুগীজরা
খ) ইংরেজরা
গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা
সঠিক
উত্তর: ক) পর্তুগীজরা
প্রশ্ন
৩৮. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ক) ফরিদপুর
খ) রংপুর
গ) জামালপুর
ঘ) শেরপুর
সঠিক
উত্তর: ক) ফরিদপুর
প্রশ্ন
৩৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
ক) ২ কোটি ৪০
লক্ষ একর
খ) ২ কোটি ৫০
লক্ষ একর
গ) ২ কোটি ২৫
লক্ষ একর
ঘ) ২ কোটি ২১
লক্ষ একর
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
৪০. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে ?
ক) পার্বত্য চট্রগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল
সঠিক
উত্তর: গ) ময়মনসিংহ
প্রশ্ন
৪১. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
ক) তৃতীয়া বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) দ্বিতীয়া বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি
সঠিক
উত্তর: ক) তৃতীয়া বিভক্তি
প্রশ্ন
৪২. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?
ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
সঠিক
উত্তর: ঘ) সুন্দর
প্রশ্ন
৪৩. বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা
সঠিক
উত্তর: ঘ) খেলনা
প্রশ্ন
৪৪. ‘গির্জা’ কোন ভাষার শব্দ ?
ক) ফারসী
খ) পর্তুগিজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী
সঠিক
উত্তর: খ) পর্তুগিজ
প্রশ্ন
৪৫. ‘Attested’
-এর বাংলা পরিভাষা কোনটি?
ক) সত্যায়িত
খ) প্রত্যয়িত
গ) সত্যায়ন
ঘ) সংলগ্ন/সংলাগ
সঠিক
উত্তর: ক) সত্যায়িত
প্রশ্ন
৪৬. কোনটি শুদ্ধ বানান ?
ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল
সঠিক
উত্তর: ঘ) প্রোজ্জ্বল
প্রশ্ন
৪৭. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ ?
ক) যৌগিক
খ) তৎসম
গ) দেশী
ঘ) অর্ধ-তৎসম
সঠিক
উত্তর: ঘ) অর্ধ-তৎসম
প্রশ্ন
৪৮. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-
ক) জয়ের ইচ্ছা
খ) হত্যার ইচ্ছা
গ) বেঁচে থাকার ইচ্ছা
ঘ) শোনার ইচ্ছা
সঠিক
উত্তর: গ) বেঁচে থাকার
ইচ্ছা
প্রশ্ন
৪৯. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়-
ক) সর্বঙ্গ + ঈন
খ) সর্ব + অঙ্গীন
গ) সর্ব + ঙ্গীন
ঘ) সর্বাঙ্গ + ঈন
সঠিক
উত্তর: ঘ) সর্বাঙ্গ + ঈন
প্রশ্ন
৫০. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
ক) বেতসবৃত্তি
খ) পতঙ্গবৃত্তি
গ) জলৌকাবৃত্তি
ঘ) কুম্ভিলকবৃত্তি
সঠিক
উত্তর: ঘ) কুম্ভিলকবৃত্তি
প্রশ্ন
৫১. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়-
ক) টিকটিকি
খ) তেলেপোকা
গ) উইপোকা
ঘ) মাকড়সা
সঠিক
উত্তর: ঘ) মাকড়সা
প্রশ্ন
৫২. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্যারীচাঁদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বঙ্কিম চট্রোপাধ্যায়
সঠিক
উত্তর: ঘ) বঙ্কিম চট্রোপাধ্যায়প্রশ্ন
৫৩. কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায়
সলতে পাকানো – বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
ক) নৌকাডুবি
খ) চোখের বালি
গ) যোগাযোগ
ঘ) শেষের কবিতা
সঠিক উত্তর: গ) যোগাযোগ
প্রশ্ন
৫৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক) একটি কালো মেয়ের
কথা
খ) তেইশ নম্বর তৈলচিত্র
গ) আয়নামতির পালা
ঘ) ইছামতী
সঠিক
উত্তর: ক) একটি কালো
মেয়ের কথা
প্রশ্ন
৫৫. ‘কালো বরফ’ উপন্যাস বিষয়:
ক) তেভাগা আন্দোলন
খ) ভাষা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) দেশভাগ
সঠিক
উত্তর: ঘ) দেশভাগ
প্রশ্ন
৫৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) রামানন্দ চট্রোপাধ্যায়
গ) শামসুর রাহমান
ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক
উত্তর: ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
প্রশ্ন
৫৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন
৫৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) প্রমথ চৌধুরী
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক
উত্তর: খ) মাইকেল মধুসূদন
দত্ত
প্রশ্ন
৫৯. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি -চরণ দুটির রচয়িতা কে?
ক) চণ্ডীচরণ মুনশী
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মদনমোহন তর্কালঙ্কার
সঠিক
উত্তর: ঘ) মদনমোহন তর্কালঙ্কার
প্রশ্ন
৬০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
ক) খ্রিস্টধর্ম
খ) প্যাগনিজম
গ) জৈনধর্ম
ঘ) বৌদ্ধধর্ম
সঠিক
উত্তর: ঘ) বৌদ্ধধর্ম
প্রশ্ন
৬০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
ক) খ্রিস্টধর্ম
খ) প্যাগনিজম
গ) জৈনধর্ম
ঘ) বৌদ্ধধর্ম
সঠিক
উত্তর: ঘ) বৌদ্ধধর্ম
প্রশ্ন
৬২. শিব রাত্রির সলতে
– বাগধারটির অর্থ কী?
ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব
সঠিক
উত্তর: গ) একমাত্র সন্তান
প্রশ্ন
৬৩. ‘প্রোষিতভ র্তৃকা’- শব্দটির অর্থ কী?
ক) র্ভৎসনাপ্রাপ্ত তরুণী
খ) যে নারীর স্বামী
বিদেশে অবস্থান করে
গ) ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ) যে বিবাহিতা নারী
পিত্রালয়ে অবস্থান করে
সঠিক
উত্তর: খ) যে নারীর
স্বামী বিদেশে অবস্থান করে
প্রশ্ন
৬৪. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
ক) কাহুপাদ
খ) লুইপাদ
গ) শান্তিপাদ
ঘ) রমনীপাদ
সঠিক
উত্তর: ঘ) রমনীপাদ
প্রশ্ন
৬৫. উল্লিখিত কোন রচনাটি পুঁথি
সাহিত্যের অন্তর্গত নয় ?
ক) ময়মনসিংহ গীতিকা
খ) ইউসুফ জুলেখা
গ) পদ্মাবতী
ঘ) লাইলী মজনু
সঠিক
উত্তর: “বাতিল করা হয়েছে”
প্রশ্ন
৬৬. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
ক) ফকির গরীবুল্লাহ
খ) নরহরি চক্রবর্তী
গ) বিপ্রদাস পিপিলাই
ঘ) বৃন্দাবন দাস
সঠিক
উত্তর: ঘ) বৃন্দাবন দাস
প্রশ্ন
৬৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
ক) সন্ধ্যাভাষা
খ) অধিভাষা
গ) ব্রজবুলি
ঘ) সংস্কৃত ভাষা
সঠিক
উত্তর: গ) ব্রজবুলি
প্রশ্ন
৬৮. জসীম উদ্দীনের রচনা কোনটি?
ক) যাদের দেখেছি
খ) পথে-প্রবাসে
গ) কাল নিরবধি
ঘ) ভবিষ্যতের বাঙালি
সঠিক
উত্তর: ক) যাদের দেখেছি
প্রশ্ন
৬৯. ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না- উক্তিটি কোন উপন্যাসের ?
ক) রবীন্দ্রনাথের ‘ চোখের বালি’
খ) শরৎচন্দ্রের ‘পথের দাবী’
গ) শওকত ওসমানের ‘ক্রীতদাসের
হাসি ‘
ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
সঠিক
উত্তর: ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’
প্রশ্ন
৭০. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?
ক) অক্ষয় কুমার দত্ত
খ) এন্টনি ফিরিঙ্গি
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) কালীপ্রসন্ন সিংহ ঠাকুর
সঠিক
উত্তর: গ) মাইকেল মধুসূদন
দত্ত
প্রশ্ন
৭১. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
ক) ১৯২৩ সন
খ) ১৯২১ সন
গ) ১৯১৯ সন
ঘ) ১৯১৮ সন
সঠিক
উত্তর: খ) ১৯২১ সন
প্রশ্ন
৭২. ‘আগুনপাখি ‘ উপন্যাসের রচয়িতা কে?
ক) রাহাত খান
খ) হাসান আজিজুল হক
গ) সেলিনা হোসেন
ঘ) ইমদাদুল হক মিলন
সঠিক
উত্তর: খ) হাসান আজিজুল
হক
প্রশ্ন
৭৩. ‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার কে?
ক) সুবীর সাহা
খ) সুধীর দাস
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন
সঠিক
উত্তর: গ) আলতাফ মাহমুদ
প্রশ্ন
৭৪. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
ক) বিভক্তি
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
সঠিক
উত্তর: খ) কারক
প্রশ্ন
৭৫. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক) ঐচ্চিক – অনাবশ্যিক
খ) কুটিল – সরল
গ) কম – বেশি
ঘ) কদাচার – সদাচার
সঠিক
উত্তর: ক) ঐচ্চিক – অনাবশ্যিক
প্রশ্ন
৭৬. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
ক) রাজনৈতিক অধিকার
খ) অর্থনৈতিক অধিকার
গ) মৌলিক অধিকার
ঘ) সামাজিক অধিকার
সঠিক
উত্তর: গ) মৌলিক অধিকার
প্রশ্ন
৭৭. বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন-
ক) মোহাম্মদ বরকতুল্লাহ
খ) জি.সি দেব
গ) আরজ আলী মাতুব্বর
ঘ) আবদুল মতীন
সঠিক
উত্তর: গ) আরজ আলী
মাতুব্বর
প্রশ্ন
৭৮. আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি –
ক) নৈতিক অনুশাসন
খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
গ) আইনের শাসন
ঘ) আইনের অধ্যাদেশ
সঠিক
উত্তর: খ) রাজনৈতিক ও
সামাজিক অনুশাসন
প্রশ্ন
৭৯. সভ্য সমাজের মানদণ্ড হলো –
ক) গণতন্ত্র
খ) বিচার ব্যবস্থা
গ) সংবিধান
ঘ) আইনের শাসন
সঠিক
উত্তর: ঘ) আইনের শাসন
প্রশ্ন
৮০. ‘বিপরীত বৈষম্য’ এর নীতিটি প্রয়োগ করা হয়-
ক) নারীদের ক্ষেত্রে
খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
সঠিক
উত্তর: ঘ) পিছিয়ে পড়া
জনগোষ্ঠীর ক্ষেত্রে
প্রশ্ন
৮০. ‘বিপরীত বৈষম্য’ এর নীতিটি প্রয়োগ করা হয়-
ক) নারীদের ক্ষেত্রে
খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
গ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
সঠিক
উত্তর: ঘ) পিছিয়ে পড়া
জনগোষ্ঠীর ক্ষেত্রে
প্রশ্ন
৮২. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
ক) দুর্নীতি দূর হয়
খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
গ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
ঘ) কোনোটিই নয়
সঠিক
উত্তর: খ) বিনিয়োগ বৃদ্ধি
পায়
প্রশ্ন
৮৩. মূল্যবোধ হলো –
ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি
ও মানদণ্ড
গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয়
উপাদান
ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
সঠিক
উত্তর: খ) মানুষের আচরণ
পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
প্রশ্ন
৮৪. জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো –
ক) দারিদ্র বিমোচন
খ) মৌলিক অধিকার রক্ষা
গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ঘ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা
সঠিক
উত্তর: গ) মৌলিক স্বাধীনতার
উন্নয়ন
প্রশ্ন
৮৫. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো –
ক) সরকার পরিচালনায় সাহায্য করা
খ) নিজের অধিকার ভোগ করা
গ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
ঘ) নিয়মিত কর প্রদান করা
সঠিক
উত্তর: ঘ) নিয়মিত কর
প্রদান করা
প্রশ্ন
৮৬. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
ক) ১৯৪৮
খ) ১৯৫৬
গ) ১৯৪৫
ঘ) ২০০০
সঠিক
উত্তর: ক) ১৯৪৮
প্রশ্ন
৮৭. OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক) ২য় শীর্ষ সম্মেলনে
খ) ৫ম শীর্ষ সম্মেলনে
গ) ৪র্থ শীর্ষ সম্মেলনে
ঘ) ৭ম শীর্ষ সম্মেলনে
সঠিক
উত্তর: ক) ২য় শীর্ষ
সম্মেলনে
প্রশ্ন
৮৮. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
ক) এবোটাবাদ
খ) কোয়েটা
গ) বালাকোট
ঘ) গিলগিট
সঠিক
উত্তর: গ) বালাকোট
প্রশ্ন
৮৯. নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
ক) ইতালী
খ) যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) ব্রাজিল
সঠিক
উত্তর: গ) ভারত
প্রশ্ন
৯০. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে?
ক) মার্থা ন্যুসবাম
খ) জোসেফ স্টিগলিটজ
গ) অমর্ত্য সেন
ঘ) জন রাউলস
সঠিক
উত্তর: গ) অমর্ত্য সেন
প্রশ্ন
৯১. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
ক) ত্রিঙ্কোমালী
খ) হাম্বানটোটা
গ) গল বন্দর
ঘ) পোর্ট অব কলম্বো
সঠিক
উত্তর: খ) হাম্বানটোটা
প্রশ্ন
৯২. যুক্তরাষ্ট্রের Guantanamo
Bay Detention Camp কোথায়
অবস্থিত?
ক) ফ্লোরিডা
খ) হাইতি
গ) কিউবা
ঘ) জ্যামাইকা
সঠিক
উত্তর: গ) কিউবা
প্রশ্ন
৯৩. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for
Sustainable Development) -তে
কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ?
ক) ১৫
খ) ১৭
গ) ২১
ঘ) ২৭
সঠিক
উত্তর: খ) ১৭
প্রশ্ন
৯৪. ‘V-20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
ক) কৃষি উন্নয়ন
খ) দারিদ্র বিমোচন
গ) জলবায়ু পরিবর্তন
ঘ) বিনিয়োগ সম্পর্কিত
সঠিক
উত্তর: গ) জলবায়ু পরিবর্তন
প্রশ্ন
৯৫. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮২ সালে
গ) ১৯৮৩ সালে
ঘ) ১৯৯৮ সালে
সঠিক
উত্তর: খ) ১৯৮২ সালে
প্রশ্ন
৯৬. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কাটোউইস, পোল্যান্ড
খ) প্যারিস, ফ্রান্স
গ) রোম, ইতালি
ঘ) বেইজিং ,চীন
সঠিক
উত্তর: ক) কাটোউইস, পোল্যান্ড
প্রশ্ন
৯৭. Sunshine
Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
ক) চীন, রাশিয়া
খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ) জাপান, থাইল্যান্ড
ঘ) তাইওয়ান, হংকং
সঠিক
উত্তর: খ) উত্তর কোরিয়া,
দক্ষিণ কোরিয়া
প্রশ্ন
৯৮. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
ক) New Development
Bank ( NDB)
খ) BRICS Development
Bank (BDB)
গ) Economic
Development Bank (EDB)
ঘ) International
Commercial Bank (ICB)
সঠিক
উত্তর: ক) New Development Bank (
NDB)
প্রশ্ন
৯৯. চীন নিচের কোন
আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক) ইথিওপিয়া
খ) জাম্বিয়া
গ) লাইবেরিয়া
ঘ) জিবুতি
সঠিক
উত্তর: ঘ) জিবুতি
প্রশ্ন
১০০. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ?
ক) BIMSTEC
খ) CICA
গ) IORA
ঘ) SAARC
সঠিক
উত্তর: ক) BIMSTEC
