১৯তম বিসিএস প্রশ্ন সমাধান - 19th BCS Question Solution

 ১৯তম বিসিএস প্রশ্ন সমাধান - 19th BCS Question Solution

bcs question bank pdf


প্রশ্ন ১. ওজোন স্তরের ফাটলের জন্য মূখ্যত দায়ী কোন গ্যাস?

ক) ক্লোরোফ্লুরো কার্বন
খ) কার্বন মনোক্সাইড
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) মিথেন

সঠিক উত্তর: ক) ক্লোরোফ্লুরো কার্বন

প্রশ্ন ২. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
ক) ১৬ শতাংশ
খ) ২০ শতাংশ
গ) ২৫ শতাংশ
ঘ) ৩০ শতাংশ

সঠিক উত্তর: গ) ২৫ শতাংশ

প্রশ্ন ৩. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’‒
ক) ১৪ ডিসেম্বর
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ডিসেম্বর
ঘ) ২৩ ডিসেম্বর

সঠিক উত্তর: ক) ১৪ ডিসেম্বর

প্রশ্ন ৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক) ২০ জোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৫ জোড়া

সঠিক উত্তর: গ) ২৩ জোড়া

প্রশ্ন ৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) নওগাঁ
গ) বগুড়া
ঘ) নাটোর

সঠিক উত্তর: ঘ) নাটোর

প্রশ্ন ৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলনচাঁপা
ঘ) বাঁধনহারা

সঠিক উত্তর: ক) অগ্নিবীণা

প্রশ্ন ৭. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক) পেপসিন
খ) এমাইলেজ
গ) রেনিন
ঘ) ট্রিপসিন

সঠিক উত্তর: গ) রেনিন

প্রশ্ন ৮. 2018 ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
ক) রোনাল্ডো
খ) মেসি
গ) সুয়ারেজ
ঘ) হ্যারি কেন

সঠিক উত্তর: ঘ) হ্যারি কেন

প্রশ্ন ৯. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) প্যারিস
গ) লন্ডন
ঘ) রোম

সঠিক উত্তর: ঘ) রোম

প্রশ্ন ১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
ক) আব্দুল গাফফার চৌধুরী
খ) আলতাফ মাহমুদ
গ) আব্দুল লতিফ
ঘ) আব্দুল আলীম

সঠিক উত্তর: ক) আব্দুল গাফফার চৌধুরী

প্রশ্ন ১১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল‒
ক) পরশুরাম
খ) নীললোহিত
গ) ভানুসিংহ ঠাকুর
ঘ) গাজী মিয়া

সঠিক উত্তর: গ) ভানুসিংহ ঠাকুর

প্রশ্ন ১২. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
ক) রফিকুল ইসলাম
খ) রশীদ করিম
গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ঘ) কর্নেল সিদ্দিক মালিক

সঠিক উত্তর: গ) মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

প্রশ্ন ১৩. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
ক) আশি
খ) সাতাশি
গ) ষাট
ঘ) একাশি

সঠিক উত্তর: ঘ) একাশি

প্রশ্ন ১৪. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
ক) ১৯ টি
খ) ৯ টি
গ) ৮ টি
ঘ) ১১ টি

সঠিক উত্তর: ঘ) ১১ টি

প্রশ্ন ১৫. বাংলাদেশের জাতীয় পাখি‒
ক) ময়না
খ) কাক
গ) শালিক
ঘ) দোয়েল

সঠিক উত্তর: ঘ) দোয়েল

প্রশ্ন ১৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
ক) পলল গঠিত সমভূমি
খ) বরেন্দ্রভূমি
গ) উত্তরবঙ্গ
ঘ) মহাস্থানগড়

সঠিক উত্তর: খ) বরেন্দ্রভূমি

প্রশ্ন ১৭. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
ক) ১৯ শতাংশ
খ) ১২ শতাংশ
গ) ১৬ শতাংশ
ঘ) ১৩ শতাংশ

সঠিক উত্তর: ঘ) ১৩ শতাংশ

প্রশ্ন ১৮. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
ক) ৫.৫ কিলোমিটার
খ) ৪.৮ কিলোমিটার
গ) ৬ কিলোমিটার
ঘ) ৬.২ কিলোমিটার

সঠিক উত্তর: খ) ৪.৮ কিলোমিটার

প্রশ্ন ১৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
ক) বলাকা
খ) শাপলা
গ) কাছিবেষ্টিত নোঙর
ঘ) রণতরী

সঠিক উত্তর: গ) কাছিবেষ্টিত নোঙর

প্রশ্ন ২০. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
ক) ময়মনসিংহে
খ) বগুড়ায়
গ) সোনারগাঁয়ে
ঘ) রাঙামাটিতে

সঠিক উত্তর: গ) সোনারগাঁয়ে

প্রশ্ন ২১. কসোভো কোথায় অবস্থিত?
ক) আলবেনিয়ায়
খ) সার্বিয়ায়
গ) রুমানিয়ায়
ঘ) গ্রিসে

সঠিক উত্তর: খ) সার্বিয়ায়

প্রশ্ন ২২. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম ছিল?
ক) নরওয়ে
খ) নেদারল্যান্ড
গ) পোল্যান্ড
ঘ) প্যারাগুয়ে

সঠিক উত্তর: খ) নেদারল্যান্ড

প্রশ্ন ২৩. নেপালের পার্লামেন্টের নাম কী?
ক) সিনেট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) পার্লামেন্ট

সঠিক উত্তর: ঘ) পার্লামেন্ট

প্রশ্ন ২৪. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক) গ্রিসে
খ) ইতালিতে
গ) তুরস্কে
ঘ) স্পেনে

সঠিক উত্তর: গ) তুরস্কে

প্রশ্ন ২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
ক) জার্মানি
খ) রাশিয়া
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর: ঘ) যুক্তরাষ্ট্র

প্রশ্ন ২৬. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) সৌদি আরব
ঘ) ইন্দোনেশিয়া

সঠিক উত্তর: ঘ) ইন্দোনেশিয়া

প্রশ্ন ২৭. ভায়াগ্রা কী?
ক) একটি জলপ্রপাত
খ) নতুন একটি ওষুধ
গ) সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
ঘ) নতুন জাহাজের নাম

সঠিক উত্তর: খ) নতুন একটি ওষুধ

প্রশ্ন ২৮. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক) ব্যাংকক
খ) সিঙ্গাপুর
গ) টোকিও
ঘ) ম্যানিলা

সঠিক উত্তর: ঘ) ম্যানিলা

প্রশ্ন ২৯. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক) গিগাবাইট
খ) ইনটেল
গ) এ্যাপল ম্যাকিনটশ
ঘ) মাইক্রোসফট

সঠিক উত্তর: ঘ) মাইক্রোসফট

প্রশ্ন ৩০. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
ক) ১২ শতাংশ
খ) ১০ শতাংশ
গ) ১৩ শতাংশ
ঘ) ১১ শতাংশ

সঠিক উত্তর: গ) ১৩ শতাংশ

প্রশ্ন ৩১. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত ছিল?
ক) ১.২%
খ) ১.৪৬%
গ) ১.৬%
ঘ) ১.৫৩%

সঠিক উত্তর: খ) ১.৪৬%

প্রশ্ন ৩২. (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে আর প্রযোজ্য নয়।)
বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?

ক) ৫,৬০০ কোটি টাকা
খ) ৪,৬০০ কোটি টাকা
গ) ৩,৬০০ কোটি টাকা
ঘ) ১২,৫০০ কোটি টাকা

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

প্রশ্ন ৩৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) সাভার

সঠিক উত্তর: ঘ) সাভার

প্রশ্ন ৩৪. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
ক) গরু
খ) ছাগল
গ) গয়াল
ঘ) রয়েল বেঙ্গল টাইগার

সঠিক উত্তর: ঘ) রয়েল বেঙ্গল টাইগার

প্রশ্ন ৩৫. (তখনকার সময়ের সাম্প্রতিক প্রশ্ন। তাই, উত্তর দেয়া হল না। আমরা মডিফাই করে পরীক্ষা নিলে সেখানে আপডেটেড তথ্যের উপর প্রশ্ন হবে।) রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?
ক) ৮.৮৯ ভাগ
খ) ১০.৫৭ ভাগ
গ) ৭.৪৯ ভাগ
ঘ) ৪.৭৯ ভাগ

সঠিক উত্তর: “বাতিল করা হয়েছে”

প্রশ্ন ৩৬. অর্থনৈতিক সমীক্ষা ২০২১ মতে, ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
ক) চতুর্থ
খ) নবম
গ) অষ্টম
ঘ) পঞ্চম

সঠিক উত্তর: ঘ) পঞ্চম

প্রশ্ন ৩৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
ক) নেনী
খ) টর্মি
গ) শেলী
ঘ) ডলি

সঠিক উত্তর: ঘ) ডলি

প্রশ্ন ৩৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
ক) ইথেন
খ) এমোনিয়া
গ) মিথেন
ঘ) বিউটেন

সঠিক উত্তর: গ) মিথেন

প্রশ্ন ৩৯. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ক) ড. এস ডি চৌধুরী
খ) ড. কাজী ফজলুর রহিম
গ) ড. ওসমান গণি
ঘ) অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ

সঠিক উত্তর: গ) ড. ওসমান গণি

প্রশ্ন ৪০. ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
ক) প্রফেসর ড. আব্দুস সালাম
খ) প্রফেসর নরম্যান বোরলগ
গ) ড. আব্দুল কাদের
ঘ) ড. স্বামীনাথন

সঠিক উত্তর: খ) প্রফেসর নরম্যান বোরলগ

প্রশ্ন ৪১. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
ক) মি. জে এইচ বি হেলেন
খ) লর্ড লিনলিথগো
গ) লর্ড ক্লাইভ
ঘ) ওয়ারেন হেস্টিংস

সঠিক উত্তর: খ) লর্ড লিনলিথগো

প্রশ্ন ৪২. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
ক) সিরাজগঞ্জ
খ) দিনাজপুর
গ) বরিশাল
ঘ) ফরিদপুর

সঠিক উত্তর: ক) সিরাজগঞ্জ

প্রশ্ন ৪৩. ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুযায়ী মাথাপিছু আয় (প্রক্ষেপন) ____ মার্কিন ডলার।
ক) ২৪৬২
খ) ২,১৫৩
গ) ২,১৭৩
ঘ) ২,২২৭

সঠিক উত্তর: ক) ২৪৬২

প্রশ্ন ৪৪. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
খ) ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ) ২২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ৩ জানুয়ারি, ১৯৯৮

সঠিক উত্তর: ক) ২ ডিসেম্বর, ১৯৯৭

প্রশ্ন ৪৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক
গ) হেগ
ঘ) প্যারিস

সঠিক উত্তর: খ) নিউইয়র্ক

প্রশ্ন ৪৬. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ক) কয়লা
খ) চুনাপাথর
গ) সাদামাটি
ঘ) গ্যাস

সঠিক উত্তর: ঘ) গ্যাস

প্রশ্ন ৪৭. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
ক) জর্জ ওয়াশিংটন
খ) আব্রাহাম লিংকন
গ) রুজভেল্ট
ঘ) কেনেডী

সঠিক উত্তর: খ) আব্রাহাম লিংকন

প্রশ্ন ৪৮. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ক) ইনসুলিন
খ) থাইরক্সিন
গ) এনড্রোজেন
ঘ) এস্ট্রোজেন

সঠিক উত্তর: ক) ইনসুলিন

প্রশ্ন ৪৯. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
ক) ১৬ বছর
খ) ১৮ বছর
গ) ২০ বছর
ঘ) ২১ বছর

সঠিক উত্তর: খ) ১৮ বছর

প্রশ্ন ৫০. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
ক) উত্তাপ অনেক বেড়ে যাবে
খ) বৃষ্টিপাত কমে যাবে
গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে

সঠিক উত্তর: গ) নিম্নভূমি নিমজ্জিত হবে

BCS exam questionBCS previous year questionBCS question solution PDFBCS preliminary questionBCS written exam questionBCS viva tipsBCS preparation guideBCS পরীক্ষার প্রশ্ন, বিগত বছরের BCS প্রশ্ন ও উত্তরBCS প্রস্তুতি টিপসBCS প্রশ্ন সমাধান পিডিএফBCS written solutionBCS job circular and syllabus,  bcs question bank pdf

Previous Post Next Post

Offers

Smartwatchs